Agniveer Recruitment 2022: র‍্যালির মাধ্যমে রাজ্যের ৫ জেলা থেকে আর্মিতে তরুণ অগ্নিবীর নিয়োগ

Agniveer Recruitment 2022: র‍্যালির মাধ্যমে রাজ্যের ৫ জেলা থেকে আর্মিতে তরুণ অগ্নিবীর নিয়োগ

Agniveer Recruitment 2022: রাজ্যে ৫ জেলা থেকে র‍্যালির মাধ্যমে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। অগ্নিবির জেনারেল ডিউটি অগ্নিবীর, টেকনিক্যাল অগ্নিবীর, ক্লার্ক, স্টোর কিপার, অগ্নিবীর ট্রেডসম্যান পদে অগ্নিপথ প্রকল্পে অবিবাহিত তরুণ প্রার্থীদের নিয়োগ করা হবে।

 

Agniveer Recruitment 2022: র‍্যালি

র‍্যালি ১৬ থেকে ২৪ নভেম্বর কৃষ্ণনগরের ডি এল রায় মেমোরিয়াল স্টেডিয়ামে। রালিতে অংশগ্রহণ করতে পারবেন এই ৫ জেলার তরুণরা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান। রালিতে অংশগ্রহণ করার জন্য ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.joinindianarmy.nic.in 

আবেদন করার সময় প্রার্থীর বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নম্বর জানাতে হবে। এই ই-মেইলে ১ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে এডমিট কার্ড পাঠানো হবে। এছাড়া ২৫ অক্টোবরের পর ডাউনলোডও করা যাবে।


Agniveer Recruitment 2022: যোগ্যতা 

অগ্নিবির জেনারেল ডিউটি (অল আর্মস): 


প্রার্থীকে মোট অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। গোর্খা প্রার্থীদের প্রার্থীদের ক্ষেত্রে পাস নম্বর থাকলেই আবেদন করা যাবে। ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রে বৈধ লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।


অগ্নিবীর টেকনিক্যাল (অল আর্মস): 


প্রার্থীকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ইংরেজি পড়ে থাকতে হবে। প্রতিটি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক পাস। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেনে অন্তত এক বছর মেয়াদের আইটিআই কোর্স এন এস কিউ এফ লেভেল ৪ পাস করে থাকতে হবে।


অগ্নিবীর ক্লার্ক স্টোরকিপার টেকনিক্যাল (অল আর্মস): 


প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি এবং ম্যাথমেটিক্স বা বুক কিপিং বা অ্যাকাউন্টেন্সিতে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।


অগ্নিবীর ট্রেডসম্যান দশম পাস (অল আর্মস): 


প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। 


অগ্নিবীর ট্রেডসম্যান এইট পাস (অল আর্মস): 


প্রার্থীকে ক্লাস এইট পাশ হতে হবে। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। 


দৈহিক মাপজোক 


উচ্চতা জেনারেল ডিউটি ট্রেডসম্যান এবং টেকনিক্যাল ক্যাটাগরির ক্ষেত্রে ১৬৯ সেমি, তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২ সেমি, ভারতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেমি। ক্লার্ক, স্টোরকিপার টেকনিক্যাল ক্যাটাগরির ক্ষেত্রে ১৬২ সেমি। ওজন অন্তত ৫০ কেজি। ট্রেডসম্যান পদের ক্ষেত্রে অন্তত ৪৮ কেজি। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি, ট্রেডসম্যান পদের ক্ষেত্রে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি। রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়রা উচ্চতা, বুকের ছাতির মাপ এবং ওজনে যথাক্রমে ২ সেমি, তিন সেন্টিমি ও ৫ কেজি এবং সমরকর্মী, প্রাক্তন সমরকর্মী ও যুদ্ধে নিহত সৈনিকদের ছেলেরা এই তিন ক্ষেত্রে যথাক্রমে ২ সেমি, ১ সেমি ও ২ কেজি ছাড় পাবেন।


Agniveer Recruitment 2022: বয়স সীমা

প্রার্থীর বয়স ১/১০/২০২২ তারিখে ১৭.৫ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

 

Agniveer Recruitment 2022: বেতনক্রম 

প্রথম বছরে প্রতিমাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরের প্রতি মাসে ৩৬,৫০০ টাকা এবং চতুর্থ বছরে প্রতিমাসে ৪০,০০০ টাকা।

চার বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে শর্তানুসারে চাকরির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পাবেন। বাকি ৭৫% অগ্নিবীর অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারেন সেজন্য আর্থিক অংকে বিশেষ সেবা নিধি প্যাকেজ দেওয়া হবে। তবে কোন পেনশন গ্রাচুইটি বা প্রাক্তন সমরকর্মীরা প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবেন না।


প্রার্থী বাছাই প্রক্রিয়া

প্রার্থী বাছাই করা হবে দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই, মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে জানুয়ারীতে।

দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে সর্বাধিক ৫.৪৫ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়। আগে দৌড় শেষ করলে বোনাস নম্বর পাবেন। জিগজাগ ব্যালেন্স, ১০টি বিম ও ৯ ফুট লং জাম্প,  ডিচ। দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র রালির সময় জানিয়ে দেওয়া হবে।


র‍্যালিতে সঙ্গে রাখবেন

র‍্যালিতে যোগদানের এডমিট কার্ড ও সেটির দুটি প্রত্যয়িত নকল, ২০ কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না। 


মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনের এডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রতিটির দুটি প্রত্যয়িত নকল। মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত এবং ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সিগনেচার সহ ম্যাট্রিক্স সার্টিফিকেট ও মার্কসিট এবং সেগুলির দু কপি প্রত্যাহিত নকল।


 জন্মতারিখের প্রমাণ হিসেবে ডিস্ট্রিক্ট বার্থ রেজিস্ট্রেশন রিস্টারের রেজিস্টার এর কাছ থেকে নেওয়া জন্ম তারিখের সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া ডোমিসিল সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল।


ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া কাস্ট সার্টিফিকেট ও তার দু কপি প্রচারিত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)। কাস্ট সার্টিফিকেটে প্রার্থীর ধর্মের উল্লেখ না থাকলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিএম-এর অফিস থেকে নেওয়া রিলিজিয়ান সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল। প্রার্থী শেষ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই স্কুল বা কলেজের প্রধানের থেকে নেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট ও তার ২ কপি প্রত্যয়িত নকল। 


গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যান এর কাছ থেকে নেওয়া ও সিলমোহরের ছাপ দেওয়া ক্যারেক্টর সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল। ছ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না। ২১ বছরের নিচের প্রার্থীদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যান এর কাছ থেকে নেওয়া ও সিলমোহরের ছাপ দেওয়া আনম্যারেড সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল।


সমরকর্মী, প্রাক্তন সমরকর্মীর মেয়ে, প্রাক্তন সমরকর্মীর বিধবার মেয়ে এবং যুদ্ধে নিহত সৈনিকের বিধবার মেয়েদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেকর্ড, অফিস থেকে নেওয়া বোনাফায়েড সার্টিফিকেট ও তার দুই কপি প্রত্যয়িত নকল। রিলেশনশিপ সার্টিফিকেটে স্বাক্ষরকারীর আর্মি নম্বর, রাঙ্ক ও নামের উল্লেখ থাকতে হবে।


সমরকর্মী, প্রাক্তন সমরকর্মীর মেয়ে, প্রাক্তন সমরকর্মীর বিধবার মেয়ে এবং যুদ্ধে নিহত সৈনিকের বিধবার মেয়েদের ক্ষেত্রে মূল ডিসচার্জ বুক এবং দশ টাকার স্ট্যাম্প পেপারে নেওয়া এফিডেভিট ও তার দু কপি প্রত্যয়িত নকল। এফিডেভিটে ফাস্ট ক্লাস বা এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই থাকতে হবে।


এনসিসি সার্টিফিকেট থাকলে ও তার দু কপি প্রত্যয়িত নকল। খেলোয়ারদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের থেকে পাওয়া স্পোর্টস সার্টিফিকেট ও তার দুই কপি প্রত্যয়িত নকল। দশ টাকার স্ট্যাম্প পেপারে কোন নোটারি কাছ থেকে নেওয়া এফিডেভিট ও তার দু কপি প্রত্যয়িত নকল। এফিডেভিটে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে। আধার কার্ড ও প্যান কার্ড এবং সেগুলির প্রত্যয়িত নকল। প্রার্থীর ব্যাংক একাউন্টের সিঙ্গল পাসবুক ও তার প্রথম পৃষ্ঠার ২ কপি প্রত্যয়িত নকল।


মূল সার্টিফিকেট ও নথিপত্রগুলিও সঙ্গে রাখবেন। প্রয়োজনে তিন থেকে চার দিন র‍্যালি কেন্দ্রে থাকতে হতে পারে। নিজের ব্যবস্থায় উপযুক্ত প্রস্তুতি নিয়ে যাবেন। তথ্যের প্রয়োজনে কাজের দিন বহরমপুর আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আর্মি রিক্রুটিং অফিসের এই নম্বরে ০৩৪৮২ ২৭৪ ১৩২, ৯৪৩৪৫-৮৪১০২।


কনটেইনমেন্ট জনের আওতায় থাকা প্রার্থীরা র‍্যালিতে যোগদান করতে পারবেন না।


Agniveer Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন: 

এখানে ক্লিক করুন


লগ ইন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post